প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ । ৭:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল চুয়াডাঙ্গা

সংবাদচিত্র ডেস্ক

তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ফলে অগ্নিঝড়া তাপে নাকাল হয়ে পড়েছে জেলাবাসী। এর আগে টানা ১০ দিন সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

তীব্র তাপপ্রবাহের ফলে খেটে খাওয়া মানুষেরা নাজেহাল হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে চাচ্ছেন না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত ২ এপ্রিলের পর থেকে চুয়াডাঙ্গা জেলায় প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগের ১০ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও হয়েছে চুয়াডাঙ্গা। আগামী আরও কয়েকদিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

সংবাদচিত্র ডটকম/আবহাওয়া

প্রিন্ট করুন