প্রকাশের সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১ । ৪:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ মে ২০২৫

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন মেসি’র আর্জেন্টিনা

রেজা খান

দীর্ঘ শিরোপা খরা ঘুচলো লিওনেল মেসি’র। আর্জেন্টিনা’র জার্সিতে পাঁচবার ফাইনাল খেলে সফল হলেন তিনি। মেসিকে আকাশি-নীল জার্সিতে প্রথম শিরোপা এনে দিলেন ডি মারিয়া।

আজ রবিবার (১১ জুলাই) সকালে ব্রাজিল-এর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২৭ বছর পর কোপা আমেরিকা’র রেকর্ড শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। শাপমোচন হলো মেসি’র।

ম্যাচের ২২ মিনিটে আলবেসেলেস্তে মিডফিল্ডার রদ্রিগো ডি পাউলের লম্বা করে বাড়ানো পাস ধরে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর কোনো দল গোল করতে পারেনি। নেইমাররা গোল ও গোলের বাইরে শট নিয়েছেন পাঁচটি। কিন্তু আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিতে পারেনি।

পিএসজি ফরোয়ার্ডের একমাত্র ওই গোলে ২০০৭ সালের পর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা’র ফাইনালে হারের স্বান্তনা পেলো আর্জেন্টিনা। বাড়লো নেইমার-এর শিরোপা প্রত্যাশা। ব্রাজিল-এর জার্সিতে একটি কনফেডারেশন কাপ ছাড়া সিনিয়র দলের হয়ে শিরোপা জেতা হয়নি তার।

মারাকানা স্টেডিয়ামও ব্রাজিল-এর জন্য অপয়া হয়ে থাকলো। ১৯৫০ বিশ্বকাপে উরুগুয়ে’র বিপক্ষে ট্র্যাজেডিতে পরিণত হয় মারাকানা। ২০১৪ বিশ্বকাপে জার্মানি সেভেন আপ দিয়েছে তাদের। এবার আর্জেন্টিনা’র বিপক্ষে হারলো কোপা আমেরিকা’র আসরে। এর আগে ঘরের মাঠে ৫ বার ফাইনাল খেলে শিরোপা ঘরে তুলেছে তাঁরা। কিন্তু চিত্রনাট্য সবসময় এক থাকে না।

সংবাদচিত্র/কোপা আমেরিকা ফাইনাল

প্রিন্ট করুন