প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ । ১১:২৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সব কাঠামো নষ্ট হওয়ায় জনগণের দেখভাল করার প্রতিষ্ঠান গুলোও ঠিকমত কাজ করছেনা।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী ফোরাম আয়োজিত পৌর কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল জানান, এ সরকারের অধীনে পাতানো আর কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। আওয়ামী লীগ নির্বাচনের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে এসময় মন্তব্য করেন তিনি।

তিনি বর্তমান সংসদকে বিলুপ্ত করে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। অন্যথায় অন্য কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না বলে দাবি করেছেন ফখরুল ইসলাম আলমগীর।

মত বিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সৈয়দ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল।

সংবাদচিত্র ডটকম/রাজনীতি

প্রিন্ট করুন