প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১ । ৩:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫

দর্শক নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের চিন্তা

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল-এর করোনা পরিস্থিতি ভালো ছিলো না। এখনও ভালো নেই। তারপরও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে কোপা আমেরিকা’র আসর আয়োজন করতে এগিয়ে এসেছে দেশটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থার (কনমেবল) প্রতি বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত।

শুরুতে দুই-তিনটা দলের বায়ো-বাবলে করোনা ঢুকে পড়লেও ব্রাজিল ও কনমেবল করোনাকালে সফল কোপা আমেরিকা আয়োজনের শেষ ধাপে চলে এসেছে। ফাঁকা গ্যালারিতে এর আগে ম্যাচ আয়োজন করলেও এবার তাঁরা মারাকান স্টেডিয়ামে কিছু দর্শককে ব্রাজিল-আর্জেন্টিনা’র ফাইনাল দেখার সুযোগ করে দিতে চান। মেসি-নেইমার-এর পায়ের জাদু দেখার সুযোগ করে দিতে চান।

সেজন্য কনমেবল মারাকান স্টেডিয়ামে দর্শক নিয়ে ফাইনাল আয়োজনের কথা চিন্তা করছে। সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, কনমেবল ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে দর্শক প্রবেশের সুযোগ হাতছাড়া করতে চায় না। তারা তাই, ১০ শতাংশ দর্শক নিয়ে ফাইনাল আয়োজনের কথা ভাবছে।

এখনও কিছুই ঠিক হয়নি। সিদ্ধান্ত নিতে ব্রাজিল সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কনমেবল আলোচনায় বসবে। কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। মারাকাটা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৭৮ হাজার আটশ’। দশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিলে প্রায় আট হাজার ভাগ্যবান রবিবার (১১ জুলাই) ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার সুযোগ পাবেন।

সংবাদচিত্র/কোপা আমেরিকা

প্রিন্ট করুন