ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অল্প সময়ের জন্য তাকে গাড়ির সিটবেল্ট ছাড়া দেখা যায়। তা নিয়ে বিতর্ক শুরু হতেই ক্ষমা চাইলেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, ঋষি সুনাক বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) গাড়িতে করে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান।
চলন্ত গাড়িতে তিনি কিছু সময়ের জন্য সিটবেল্ট সরিয়ে নিয়েছিলেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর জন্য তিনি নিজের সিটবেল্ট সরান। ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের ঋষি সুনাকের মুখপাত্র জানান, ঋষি অল্প সময়ের জন্য গাড়ির সিল্টবেল্ট খুলেছিলেন। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
ব্রিটেনের আইন অনুযায়ী ওই দিনই ল্যাংকাশায়ার পুলিশ জানিয়েছিল, তারা বিষয়টি তদন্ত করে দেখবে। পরে শুক্রবার রাতে তারা নিশ্চিত করে, ওই ঘটনায় একটি জরিমানা করা হয়েছে।
ব্রিটেনের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা ফিরিয়ে আনার চেষ্টারত সুনাকের জন্য এ ঘটনা নিঃসন্দেহে বিব্রতকর।
ঋষি সুনাকের আইনজীবী বলেছেন, এটা ছিল বিচার-বিবেচনার একটা ছোট ত্রুটি। ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সিটবেল্ট সরিয়েছিলেন।
তিনি আরো বলেছেন, ঋষি সুনাক পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি (ঋষি) ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত। সূত্র: এনডিটিভি
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক