প্রায় ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। কিন্তু এ সম্পদের স্বপক্ষে আফরোজা যৌক্তিক কোনো দালিলিক তথ্য-প্রমাণ দিতে পারেননি।
মূলত মির্জা আব্বাস সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেন।
পরবর্তীতে এসব সম্পদের বৈধতা দিতে স্ত্রী আফরোজা আব্বাসের নামে হস্তান্তর করে। আব্বাসের সহযোগী হিসেবে অবৈধ সম্পদের ভাগিদার হওয়ায় স্ত্রীকেও আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ২০১৮ সালে শাহজাহানপুর থানায় অবৈধ সম্পদ অজর্জনের অভিযোগে মামলাটি করে দুদক।
দুদক সচিব বলেন, ‘দুদকের রাজনৈতিক যোগসাজশ থাকার কোনো সুযোগ নেই, এখানে রাজনৈতিক কিছু নেই। আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সংবাদচিত্র ডটকম/দুদক