নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্মবার্ষিকী ও ৯০তম প্রয়াণ দিবস উপলক্ষে আত্মপ্রত্যয়ী ও সংগ্রামী নারী হিসেবে নোয়াখালীতে ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৯ডিসেম্বর) নিজ সম্মেলন কক্ষে চার ক্যাটাগরিতে এসব নারীদের হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রুমী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মমতাজ বেগম, সফল জননী যষদা রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রোজিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় জেসমিন আক্তার।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এই জয়িতারাই সমাজের আলোকিত মানুষ। নারীরা শিক্ষিত হলে ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হলে আলোকিত দেশ ও সমাজ গড়ে ওঠে। দেশে ক্ষুদ্র ব্যবসা ও অনলাইন ভিত্তিক ই-কমার্সের যে জয়জায়কার, তার পেছনে রয়েছে জয়িতা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার ফলে নারীরা আর্থিক স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশ ও সিদ্ধান্ত নিতে পারছে।
জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।
সংবাদচিত্র ডটকম/সারা দেশ