প্রকাশের সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১ । ৫:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ মে ২০২৫

ছিটমহলের গল্পে টিভি নাটক

বিনোদন ডেস্ক

ছিটমহলের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হল সাপ্তাহিক নাটক ‘ছিটমহলের ছায়াছবি’।

কাজী রশিদুল হক পাশার রচনায় ও আফরোজা সুলতানার প্রযোজনায় নির্মিত রংপুরের আঞ্চলিক ভাষার নাটকটি আগামী ১০ জুলাই (শনিবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে প্রথমবারের মতো জুটি বেঁধে ছোটপর্দায় আসছেন মডেল ও অভিনেত্রী বীথি রানী সরকার ও মনিরুজ্জামান মনি।

বীথি, মনি ছাড়াও এই নাটকে জীবন রায়, তানিন তানহা, খলিলুল্লাহ কাদেরী, মিলি মুন্সী, তানজুম আরা পল্লী, কাজী রশীদুল হক পাশাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সংবাদচিত্র/বিনোদন/লুৎফর

প্রিন্ট করুন