প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ । ৮:১৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৪ মে ২০২৫

শেখ রাসেল ক্রীড়া চক্রে দোয়া ও স্বরণসভা

স্পোর্টস রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে বেলা ১১টার দিকে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের প্রধান কার্যালয়ে কেক কাটা হয়।

এরপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় সোবহানবাগ জামে মসজিদে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানের নির্দেশনায় এসব আয়োজনে শেখ রাসেল ক্রীড়াচক্রের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ, ডিরেক্টর (ফিন্যান্স) মোহাম্মদ ফখরুদ্দিনসহ শেখ রাসেল ক্রীড়াচক্রের অন্যান্য পরিচালক, আজীবন স্থায়ী সদস্য, ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ক্লাবের প্রধান পরিচালক ইসমত জামিল আখন্দ বলেন, মাত্র নয় বছরের একটি শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে যারা নির্মমভাবে হত্যা করেছে এই দিনে তাদের প্রতি ধিক্কার জানাই। আমরা শেখ রাসেল ক্রীড়া চক্রের সম্মানিত চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নির্দেশনা, অনুপ্রেরণা ও তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছি। এই উপলক্ষে আমরা চেয়ারম্যানের পক্ষে বনানীতে শহীদ শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা হয়েছে।

পরিচালক (ফিন্যান্স) মো. ফখরুদ্দিন বলেন, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়েছে।

দিনটি উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে। জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। সে সময় বিদেশে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দু’মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এবারে শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’।

সংবাদচিত্র ডটকম/সংগঠন

প্রিন্ট করুন