প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ৭:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

এ মাসের শেষেই শীতের দেখা মিলতে পারে

সংবাদচিত্র রিপোর্ট

আগামী দুই-একদিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ মাসে নতুন করে আর এর প্রভাবে আর বৃষ্টির শঙ্কা নেই। তবে এর ফলে চলতি মাসের শেষেই শীতের দেখা মিলতে পারে বলেও জানান তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রতিনিয়তই বাতাসের গতি পরিবর্তিত হচ্ছে।

ফলে চলতি মাসের শেষ দিকে দেশের উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। মাসের শেষেই এ এলাকায় হালকা থেকে মাঝারি রকমের শীত অনুভূত হবে। তবে রাজধানী ঢাকাসহ ঘনবসতিপূর্ণ শহরগুলোতে শীত পড়তে সময় লাগবে বলে জানান তারা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই একদিনের মধ্যেই মৌসুমি বায়ু বিদায় নেবে। ফলে এর প্রভাবে যে সারাদেশে বৃষ্টি হচ্ছিল, সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে। তবে এরমধ্যে উপকূলে লঘুচাপের সৃষ্টি হলে, সেকারণে বৃষ্টি হতে পারে। চলতি মাসের শেষ দিকে উত্তরাঞ্চলের তাপমাত্রা কমতে শুরু করলেও অন্য এলাকার তাপমাত্রা কমতে আর সপ্তাহখানেক সময় লাগতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) জানিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টি হতে যাচ্ছে। ‘সিত্রাং’ নামের ঘূর্ণিঝড়টি ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে এবং লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূল।

গত বৃহস্পতিবার দেয়া পূর্বাভাসে জিএফএস জানায়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরইমধ্যে শুক্রবার (১৪ অক্টোবর) স্থলভাগের কোন কোন এলাকায় আঘাত হানতে পারে সেই পূর্বাভাস দিয়েছে জিএফএস।

সংবাদচিত্র ডটকম/আবহাওয়া

প্রিন্ট করুন