প্রকাশের সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১ । ৪:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ মে ২০২৫

বাংলাদেশসহ ১৪ দেশ থেকে আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

আবারও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১ জুলাই) জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া।

ডব্লিউএএমের খবরে বলা হয়, ভ্রমণ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা সম্পর্কিত সব সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ব্যাপারে জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এরআগে গত মে মাসে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত।

সংবাদচিত্র/ডিএস/এফবি/পিআর

প্রিন্ট করুন