প্রকাশের সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১ । ৪:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ মে ২০২৫

কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশসহ নিহত ৬

অনলাইন ডেস্ক

এবার জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানের সময় এক পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সৈন্য ও পাঁচজন বিচ্ছিন্নতাকামী যোদ্ধা।

আজ শুক্রবার (৩ জুলাই) পুলওয়ামা জেলার রাজপোড়া গ্রামে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর যৌথ অভিযানের সময় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত যোদ্ধারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। কাশ্মীরে গত দু’সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে।

দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীরের ভারতপন্থী ১৪ নেতা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এরপরই কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে।

১৯৪৭ সাল থেকে দেশ ভাগের পর থেকে কাশ্মীরের একাংশ ভারত সরকার ও অন্য অংশ পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করে আসছে।

সংবাদচিত্র/ডিএস/এফবি/পিআর

প্রিন্ট করুন