প্রকাশের সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১ । ১০:৩৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ মে ২০২৫

দেশে আজ সিনোফার্ম-মডার্না’র টিকা আসছে

রেজা খান

যুক্তরাষ্ট্র ও চীন থেকে শুক্রবার (২ জুলাই) এবং শনিবার (৩ জুলাই) মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। এর মধ্যে আজ রাতে সিনোফার্ম-এর কাছ থেকে কেনা দেড় কোটি ডোজের প্রথম চালানের ২০ লাখ ডোজ আর কোভ্যাক্স থেকে বিনামূল্যে দেয়া মডার্না’র ১২ লাখ ডোজ আসবে। আগামীকাল শনিবার আসবে মডার্না’র আরও ১৩ লাখ ডোজ টিকা।

গত বুধবার বেইজিংয়ের টিকার সেন্ট্রাল স্টোর থেকে সিনোফার্ম-এর ওই টিকা সেখানকার বিমানবন্দরে পাঠানো হয়েছিলো। কিন্তু বৃহস্পতিবার তা ঢাকায় পাঠাতে পারেনি বলে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র জানিয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আমেরিকা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় মডার্না’র ১২ লাখ ডোজ এবং শনিবার সকালে বাকি ১৩ লাখ ডোজ টিকা আসবে। জানা গেছে, মন্ত্রী নিজে বিমানবন্দরে উপস্থিত হয়ে এই টিকা গ্রহণ করবেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (টিকা) ডা. শামসুল হক জানান, শুক্রবার রাতে মডার্না’র টিকা আসার কাছাকাছি সময়ে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার প্রথম চালানে ২০ লাখ ডোজ টিকা আসবে। মডার্না’র টিকা সংরক্ষণ ও সরবরাহের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র প্রস্তুত করা হয়েছে। যদিও দেশের কোনো একটি সংরক্ষণাগারে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা একসঙ্গে মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণের সক্ষমতা নেই। তবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

সংবাদচিত্র/করোনা/আর.কে

প্রিন্ট করুন