প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ । ৮:১৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

১১০০ কোটি টাকা ক্ষতি, দুদকে বিমানের ৪ কর্মকর্তা

সংবাদচিত্র রিপোর্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মিশরীয় দুটি বিমানের লিজ গ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে।

দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া চার কর্মকর্তা হলেন: প্রিন্সিপাল এসিস্ট্যান্ট ডিরেক্টর সাইফুল হক শাহ, এয়ার ওর্থনেস কনসালটেন্ট গোলাম সারওয়ার, বিএফসিসি ম্যানেজার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও কামাল উদ্দিন আহমেদ।

২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে বোয়িং 777-200 ER মডেলের উড়োজাহাজ দুটি লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে বছর না ঘুরতেই একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। যার পেছনে পাঁচ বছরে দেশের ক্ষতি হয়েছে ১১০০ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য।

এ ব্যাপারে অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সুপারিশ করে সংসদীয় কমিটি। বিষয়টি দুদকে আসার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা।

এর আগে, সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিশনের সহকারী পরিচালক জেসমিন আক্তারের সমন্বয়ে একটি টিম বিমানের আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। তারা হলেন: রক্ষণাবেক্ষণ শাখার চিফ ইঞ্জিনিয়ার মো. এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এস এম হানিফ ও দেবেশ চৌধুরী। তবে এদিন ফ্লাইট অপারেশন পরিচালক এবং পরিদর্শক দলের টিম লিডার ইশরাত আহমেদ হাজির হননি।

সংবাদচিত্র ডটকম/দুদক

প্রিন্ট করুন