রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হয়েছেন, এটিএন নিউজের দুই সাংবাদিক।
সকালে লাইভ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। পরে এর প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরুর কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটি দেখতে বিএমডিএ যান তারা। সাড়ে ৮টায় নির্বাহী পরিচালক আব্দুর রশিদ অফিসে প্রবেশ করেন। এর পরপরই তিনি কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন।
সংবাদচিত্র/সারাদেশ