প্রকাশের সময়: রবিবার, ২৭ জুন, ২০২১ । ৩:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ মে ২০২৫

বাতিল হলো ১০ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প

সংবাদচিত্র রিপোর্ট

সময়মতো উৎপাদনে যেতে না পারায় বাতিল করা হলো ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলছেন উৎপাদন, দাম, যৌক্তিকতা ও সময়তো বাস্তবায়ন করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, বাংলাদেশ ‘প্যারিস অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ)’ সভাপতি নির্বাচিত হওয়ায় পরিবেশবান্ধব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন আমাদের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে।

এছাড়া ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে নেপালের সঙ্গে আগামী মাসে চুক্তি সই হচ্ছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী।

বন্ধ হয়ে যাওয়া কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎকেন্দ্র হলো- পটুয়াখালী ২X৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গ ১২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র (দুটি), বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং সিপিজিসিবিএল-সুমিতোমা ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

প্রিন্ট করুন