রাজশাহী রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনাগামী ‘সাগরদাঁড়ি আন্তঃনগর’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১২ জুন) সকাল সোয়া ৬টার দিকে পাওয়ারকার চালু করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে একটি শোভন চেয়ারের কোচ বাতিল করে ওই ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে খুলনার উদ্দেশে রাজশাহী রেল স্টেশন ছেড়ে গেছে বলে জানা গেছে।
রাজশাহীর স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রডলাইটে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এতে প্রচণ্ড ধোঁয়ায় ওই বগিটি আচ্ছন্ন হয়ে যায়। মৌলভীবাজারের ঘটনার পর এমন ধোঁয়া দেখে ট্রেনযাত্রীরা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে ওই আগুন নিভিয়ে ফেলা হয়।
এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় বলেও জানান রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম।
সংবাদচিত্র/দুর্ঘটনা