প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২ । ৫:৫৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ মে ২০২৫

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা

সংবাদচিত্র রিপোর্ট

প্রথম সপ্তাহেই জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এবার দেশি-বিদেশি প্রায় ২০০ প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধন গাছের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। জুন মাসজুড়ে রাজধানীর আগারগাঁও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে বৃক্ষমেলা।

করোনা নিয়ন্ত্রণে থাকায় দুই বছর পর আবারো বসেছে জাতীয় বৃক্ষমেলা। হরেক রকমের আম, কাঁঠাল, ত্বিন, খেজুরসহ নানা দেশি-বিদেশি ফলের চারা গাছে ছেয়ে আছে মেলা প্রাঙ্গন।

শহরের বাসা-বাড়িতে অল্প জায়গায় দ্রুত ফল পাওয়া বলে বিদেশি জাতের ফল গাছের কদর দিন দিন বাড়ছে। এবারের মেলায় ১১০টি স্টলে দুইশ প্রজাতির ফল, ফুল, শোভাবর্ধন গাছ পাওয়া যাচ্ছে। তবে, বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগান উপযোগী গাছ।

বর্নিল অর্কিড এখন সবাই চেনে। বিদেশি প্রজাতির এই ফুল সাধারণত থাইল্যান্ড থেকে আমাদনি করা হয়। তবে দেশে চাহিদা বাড়ায় মানিকগঞ্জ, সাভার, ময়মনসিংহে এর ভালো ফলন হচ্ছে। এবারের বৃক্ষমেলায় বিচিত্র রংয়ের অর্কিডের সমারহ।

শহরে গাছ রোপনে টব অপরিহার্য। এবারের মেলায় পাওয়া যাচ্ছে ডিজেটাল টব। যাতে মোবাইল অ্যাপের মাধ্যমে পানি দেয়া সম্ভব। এর মুখ ঢাকা থাকে বলে মশা ও পোকা জন্মে না।

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানে শুরু হওয়া বৃক্ষ মেলায় প্রদর্শিত হচ্ছে পরিবেশ বান্ধব দেশে উদ্ভাবিত প্রযুক্তি। পঁচনশীন প্লাস্টিক ব্যাগ ব্যবাহার জনপ্রিয় করারা জন্য আনা হয়েছে বাহারি ডিজাইনের পণ্য। ব্যবহৃত প্লাস্টিক দিয়ে জ্বালানী তেল তৈরির দেশি যন্ত্রপাতিও প্রদর্শিত হচ্ছে মেলায়।

সংবাদচিত্র/রাজধানী

প্রিন্ট করুন