প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ । ৩:০৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নাহিদ হত্যায় জড়িত ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

সংবাদচিত্র রিপোর্ট

নিউমার্কেটে সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হত্যায় জড়িত অভিযোগে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তাররা হলেন- কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইফরান, ফয়সাল এবং জুনায়েদ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, ঘটনার দিন তাদের সবার হাতে অস্ত্র ছিলো। নিহত নাহিদের শরীরের তিন জায়গায় কোপানোর ক্ষত পাওয়া গেছে। তবে নাহিদকে কোপানো ইমন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়াও এঘটনায় যারা অস্ত্রসহ ফ্রন্টলাইনে ছিলো তাদেরও গ্রেপ্তার করা হবে।

পরে এ কে এম হাফিজ আক্তার জানান, সংঘর্ষের সময় একটি মহল গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করে। এ সময় হকারদেরও উস্কে দেয়া হয়। মহলটির পরিকল্পনা ছিলো রাজধানীকে অচল করে দেয়ার।

গত ১৮ এপ্রিল দুই দোকানের কর্মীদের কথাকাটাকাটির জেরে এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েক কর্মীকে ডেকে আনে। তারা গিয়ে মারধরের শিকার হওয়ার পর ছাত্রাবাসে ফিরে আরো শিক্ষার্থীদের নিয়ে সোমবার মধ্যরাতে নিউ মার্কেটে হামলা চালাতে গেলে বাঁধে চরম সংঘর্ষ।

পরদিন দিনভর চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে এলিফ্যান্ট রোডের একটি কম্পিউটার এক্সেসরিজের দোকানের ডেলিভারিম্যান নাহিদকে কুপিয়ে জখম করা হয়। আর ইটের আঘাতে আহত হন মোরসালিন নামে এক দোকানকর্মী।

পরে হাসপাতালে তারা দ ‘জন মারা যান। এরপর নিহত নাহিদের পরিবার নিউমার্কেট এলাকায় বাদি হয়ে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করে। মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয়।

এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা ও সদস্যদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে ২ টি মামলা করে পুলিশ।

সংবাদচিত্র/রাজধানী

প্রিন্ট করুন