প্রকাশের সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ । ৭:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নিউমার্কেট সংঘর্ষে হেলমেটধারী সবাই সন্ত্রাসী : ডিবি

সংবাদচিত্র রিপোর্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমট মাথায় দিয়ে হামলায় অংশগ্রহণকারী সবাই সন্ত্রাসী বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তাদের সকলকে ধরে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আজ বুধবার (২৭ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার। মাহবুব আলম বলেন, নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী মুরসালিনের হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তার মৃত্যু ঘটেছে ইটের আঘাতে। যারা পাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, না‌হি‌দ হত্যার ভি‌ডিও ফু‌টেজ দে‌খে হত্যাকারী শনাক্তের কাজ অ‌নেক দূর এ‌গি‌য়ে‌ছে। আসামিদের গ্রেফতারে অ‌ভিযান চল‌ছে। হত্যকারীর রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ নয়, হত্যাকারী চিহ্নিত করাই গুরুত্বপূর্ণ জানিয়ে মাহাবুব আলম বলেন, যারা বিভিন্ন সময় হেলমেট পরে এ ধরনের সংঘর্ষে অংশ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের চিহ্নিত করতেও কাজ করা হচ্ছে।

সংবাদচিত্র/রাজধানী

প্রিন্ট করুন