প্রকাশের সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ । ৭:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডনের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ইমরান খান ও তার আইনপ্রণেতারা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ ও অধিবেশন বর্জন করেন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ।

পিএমএল-এন নেতা শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশনটির সভাপতিত্ব করেন আয়াজ সিদ্দিক।
অনাস্থা ভোটে হেরে ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রধানমন্ত্রী পদে শাহবাজ এবং পিটিআই সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রার্থী হন। সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্ট অধিবেশন শুরুর পর পিটিআই আইনপ্রণেতারা গণপদত্যাগ করেন।

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার দুই দিন পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হলো। সোমবার (১১ এপ্রিল) কোরআন তেলওয়াতের মাধ্যমে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়।

কে এই শাহবাজ শরিফ?
১৯৫১ সালে জন্ম নেয়া শাহবাজ শরিফ রাজনীতিতে যোগ দেন আশির দশকে, যখন তার ভাই নাওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৭ সালে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শাহবাজেরও রাজনৈতিক ক্যারিয়ার শুরু। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ হন পরিবার সহ, পরের বছরেই সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয় তাঁকে। ২০০৭ সালে দেশে ফিরে আসেন এই রাজনীতিক। ২০১৩ সালে নাওয়াজ শরিফ প্রধানমন্ত্রী, শাহবাজ শরিফ পান্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তৃতিয়বারের মতো।

ঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সেই সময় চিনের প্রকল্প বাস্তবায়িত করতে বেজিংয়ের কর্তাদের সঙ্গে কাজ করেছেন শেহবাজ। সম্পদ গোপনের অভিযোগ ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন ভাই নওয়াজ। সেই সময় পাকিস্তান মুসলিম লীগের দায়িত্ব নিয়ে রাজনীতিতে সামনের দিকে আসেন ছোট ভাই শাহবাজ।

২০১৮ সাল থেকে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে শেহবাজ বিরোধী দলনেতার পদ সামলেছেন্। এবার তিনিই সামলাতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও সুসম্পর্কের দিক দিয়ে ভাই নওয়াজের চেয়ে শাহবাজ এগিয়ে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। বলছেন, শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে।

সংবাদচিত্র/আন্তর্জাতিক

প্রিন্ট করুন