প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ । ১২:২০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ মে ২০২৫

ঢাকা বোট ক্লাবের কমিটি থেকে নাসির বহিষ্কার

রেজা খান

ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

সোমবার বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সভাপতি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির আরো ৮ সদস্য উপস্থিত ছিলেন।
ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও সভায় অংশ নেন।

ঢাকাই সিনেমায় হালের জনপ্রিয় নায়িকা পরীমনি এবং নাসির ইউ মাহমুদকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি উক্ত অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করবে।

ঢাকা বোট ক্লাব লিমিটেডের সচিব লে. কমান্ডার মো. তাহসিন আমিন, বিএন (অব.) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদচিত্র/বিনো/রেজা

প্রিন্ট করুন