প্রকাশের সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৮:০৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

৪ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টকে সম্পদের নোটিশ

সংবাদচিত্র রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় চার কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টকে (সিএন্ডএফ) সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনার (দুদক)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষর করা পৃথক নোটিশ দেওয়া হয়েছে। এতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদের বিবরণ দাখিল করার নির্দেশনা পরিচালক।

যাদের নোটিশ দেওয়া হয়েছে- মাে. ফয়সাল চৌধুরী, শরীফ মোহাম্মদ (হ্যাপি), মো. শাহজাহান এবং মো. সামছুর রহমান।

নোটিশে বলা হয়েছে, জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের, তাদের স্ত্রীদের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের আদেশ প্রদান করেছে কমিশন।

আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে আদেশের সঙ্গে প্রেরিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদচিত্র/দুদক

প্রিন্ট করুন