আজ থেকে শুরু কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এই ইস্যুতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
১) খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা খোলা থাকবে।
২) কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা খোলা থাকবে।
৩) ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা খোলা থাকবে।
গত ১৩ জুলাই বিধিনিষেধে আরোপ করার পর গত ১৯ জুলাই এই আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, সার্বিক চলাচলে জরুরি সেবা সার্ভিস আগের মতোই চালু থাকবে। এছাড়া কঠোর বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর সীমিত আকারে খোলা থাকবে।
সংবাদচিত্র/জাতীয়