হাইকোর্ট বিভাগের অধিক সংখ্যক বেঞ্চ খুলে দিন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলে এমন দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন করোনায় দেশের অবস্থা খুব খারাপ তাই করোনায় সবাইকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (৬ জুলাই) আপিল বিভাগের ভার্চুয়াল শুনানির সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। এসময় প্রধান বিচারপতি আরো বলেন, আমি তো বাইরের লোক আসতে দিতে চাই না।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাই লর্ড, সেটা তো জানি। আমি অন্য একটা বিষয়ে বলতে চাই। সেটা হলো, লকডাউন ঘোষণার পূর্বে দেয়া হাইকোর্টের আদেশগুলো পাঠানো/কমিউনিকেট করার ব্যবস্থা করা করুন। অন্যটি হলো, সুপ্রিম কোর্টের করোনা টেস্টের বুথটি খোলা রেখে আইনজীবীদের টেস্টের সুযোগ করে দিন।
এ সময় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, করোনা টেস্ট তো হচ্ছে।
সংবাদচিত্র/আইন ও বিচার/রেজা