ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নেওয়া হলো ৩ জঙ্গিকে - সংবাদচিত্র ডটকম/songbadchitro.com
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১
  1. প্রচ্ছদ
  2. আইন ও বিচার রাজধানী
  3. ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নেওয়া হলো ৩ জঙ্গিকে

ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নেওয়া হলো ৩ জঙ্গিকে

আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) ৩ সদস্যকে ডান্ডাবেড়ি ও হাতকড়াসহ ঢাকার আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে ডান্ডাবেড়ি ও হাতকড়াসহ ঢাকার আদালতে হাজির করা হয়।

ওই ৩ জন হলেন- জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম। বর্তমানে তারা এই হত্যা মামলায় কারাগারে আছেন এবং তাদের কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আনসার আল ইসলামের আরও ২ সদস্য আকরাম হোসেন হাসিব ওরফে বড় ভাই ও জুনায়েদ আহমেদ ওরফে তাহের পলাতক। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

এর আগে, গতকাল একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত এই ৩ জনকে আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে কারা সদরদপ্তরে চিঠি পাঠায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে এ চিঠি পাঠায়। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এছাড়া তাদের আদালতে নেওয়ার সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান সহকারী সরকারি কৌঁসুলি মো. সালাউদ্দিন হাওলাদার।

আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ সামিদুল ইসলাম এই মামলার বাদী মনির হোসেন মাসুদের জবানবন্দি রেকর্ডের জন্য ২০২৩ সালের ৩১ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালতের নথিতে বলা হয়েছে, এর আগে একই আদালত বাদীকে ৬৩ বার তলব করেছিলেন। এমনকি তাকে গ্রেপ্তারের আদেশও দিয়েছিলেন। কিন্তু, প্রসিকিউশন এবং পুলিশ তাকে হাজির করতে পারেনি। প্রতিবারই বলা হয়েছে, তিনি সৌদি আরবে ছিলেন।
কিন্তু, মামলার বাদী মাসুদ এখন ঢাকায় থাকেন এবং আরামবাগে একটি মুদি দোকান চালান।

এর আগে, আসামিদের পক্ষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শাহ মো. মশিউর রহমানকে জেরা করা হয়।
ওয়াশিকুর হত্যার ঘটনায় ২০১৫ সালের ২ সেপ্টেম্বর ঢাকার একটি আদালতে আনসার আল ইসলামের ৫ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় ডিবি।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি দল ২০১৫ সালের ৩০ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চলে ব্লগার ওয়াশিকুরকে হত্যা করে। ২০১৬ সালের ২০ জুলাই এ মামলায় ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

প্রসিকিউশন জানায়, ৪০ জনের মধ্যে ২৪ জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন।

আদালত ২০২০ সালের ২৭ অক্টোবর এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। কিন্তু, দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারা যুক্ত করতে প্রসিকিউশনের আবেদনের পর সিদ্ধান্ত স্থগিত করা হয়।

২০২০ সালের ৪ নভেম্বর আদালত অভিযোগ পুনর্নির্ধারণ করেন।

অভিযোগ পুনর্বিবেচনার পর, কিছু প্রধান সাক্ষীকে আবারও তলব করা হয়। কিন্তু, মাসুদ কখনোই হাজির হননি বলে প্রসিকিউশন জানিয়েছে।

সংবাদচিত্র ডটকম/আইন ও বিচার

শেয়ার করুনঃ

টাইগারদের নতুন কোচ ঢাকায়

১৫ এপ্রিল, ২০২৪, ৬:৫১

ক্ষতিকারক অ্যাসবেস্টস-এর আমদানি, ব্যবহার ও বিপনন নিষিদ্ধ করার দাবী

১৫ এপ্রিল, ২০২৪, ৫:৩৩

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন নির্দেশনা

১৫ এপ্রিল, ২০২৪, ২:৫৮

উপজেলার প্রথম ধাপের মনোনয়ন পত্র জমার শেষদিন আজ

১৫ এপ্রিল, ২০২৪, ২:৫৫

দেশের পথে ‘এমভি আবদুল্লাহ’, চার দেশের নৌসেনারা দিচ্ছে গার্ড

১৫ এপ্রিল, ২০২৪, ২:৪৮

মুক্তিপণ নিয়ে তীরে উঠেই ৮ জলদস্যু গ্রেপ্তার

১৫ এপ্রিল, ২০২৪, ২:৪৩

এমভি আবদুল্লাহ মুক্তিপণের বিষয়ে যা জানালো মালিকপক্ষ

১৫ এপ্রিল, ২০২৪, ২:৩২

পাল্টা হামলার আশঙ্কায় ইরানে উচ্চ সতর্কতা জারি

১৫ এপ্রিল, ২০২৪, ২:২৩

ইরানের হামলা: ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণ

১৫ এপ্রিল, ২০২৪, ২:১৮

রমনা বটমূলে সুরের মুর্ছনায় বর্ষবরণ

১৫ এপ্রিল, ২০২৪, ২:১০

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৮ মে, ২০২১, ৪:৫৩

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫১

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪৩

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

২২ মে, ২০২১, ১০:০৭

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪০

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৮

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৭

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৬

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৩


উপরে