বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। একে ‘সিনেমার অলিম্পিক’ হিসেবেও ধরা হয়। দক্ষিণ ফ্রান্সের কান শহরের সাগর উপকূলের পালে দে ফেস্টিভ্যাল ভবনে জমবে উৎসবের ৭৪তম আসর। উৎসবের পর্দা উঠছে আজ মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে, উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত।
এরই মধ্যে সারাবিশ্ব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জড়ো হয়েছেন ফ্রান্সের এই শহরটিতে৷ মহামারির মধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের একটু নিঃশ্বাস ফেলার জায়গা করে দিয়েছে কান। কান শহর এখন ১২ দিনের কোলাহলের জন্য প্রস্তুত৷
মিউজিক ফিল্ম ‘আনেত্তে’ দিয়ে যাত্রা শুরু হবে এবারের আসর। উৎসবের মূল পর্বে দেখানো হবে ৪৪ টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে ২৪টি। আঁ সার্তে রিগা বিভাগে ২০ চলচ্চিত্র স্থান পেয়েছে।
আগামীকাল বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে আঁ সার্তে রিগা বিভাগে প্রথম প্রদশর্নীতে থাকছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এর আগে শুক্রবার (২ জুলাই) প্রকাশ হয়েছে সিনেমাটির ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলার।
বিভিন্ন বিভাগে আরও শতাধিক চলচ্চিত্রের অফিসিয়াল স্ক্রিনিং করা হবে। থাকছে প্যারালাল বিভাগ ও প্রজেক্ট মার্কেট।
করোনাকালে চলচ্চিত্রে এই বড় আসর আয়োজনের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উৎসবে অংশ নিতে হলে প্রতি ৪৮ ঘণ্টায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে।
সংবাদচিত্র/বিনোদন ডেস্ক/লুৎফর