প্রথমবারের মতো আফগানিস্তানের একটি প্রদেশের গভর্নর তালেবানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। বাগদিস প্রদেশের গভর্নর ও তালেবান যুদ্ধ থামাতে একটি চুক্তি করে। প্রদেশটির রাজধানী কালা ই নাউ শহরকে রক্ষা করতে যুদ্ধবিরতির আহ্বান জানান গভর্নর হাশামুদ্দিন শামস। তিনি বলেন, ১৫ জুলাই সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তালেবানের কাছে প্রথমবারের মতো কোনো প্রাদেশিক গভর্নরের আত্মসমর্পণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে এভাবে আর কোনো প্রদেশের গভর্নর রাজধানী শহর রক্ষায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়নি। এর মাধ্যমে তালেবান আরও এক ধাপ এগিয়ে গেল।
আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার কথা রয়েছে। বিদেশি সৈন্যদের আফগানিস্তান ত্যাগের ঘোষণার পর থেকেই মূলত তালেবান আফগানিস্তানের বিভিন্ন শহর-গ্রামে অভিযান চালিয়ে দখলে নিচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে আফগানিস্তানের ৮৫ ভাগ তাদের দখলে চলে গেছে।
তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে। তবে শেষমেষ দেশটির ক্ষমতা তালেবানের হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি তালেবানের অনুকূলে হওয়ায় ইতোমধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তালেবান সরকার গঠন করলে তাদের সঙ্গে কাজ করার স্বীকৃতিও দিয়েছেন।
চীনও তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তাতে সাড়া দিয়েছে তালেবানও।
সংবাদচিত্র/আন্তর্জাতিক