জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তায় তাঁরা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
রবিবার (২৫ জুলাই) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে শেষ টি-২০ ম্যাচে ১৯৪ রান তাড়া করে জেতে বাংলাদেশ। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সিরিজ জয় এটি। তিনটি জয়ই এলো দেশের বাইরে।
এবারের জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ।
সংবাদচিত্র/জাতীয়