স্বাগিতক জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ২৯২ রানের লিড পেয়েছিল অতিথিরা। সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
ক্যারিয়ারে শান্তর এটি দ্বিতীয় হলেও সাদমানের প্রথম। ১৮০ বল খেলে সেঞ্চুরির দেখা পান তিনি। তবে শান্ত সেঞ্চুরি করেন একেবারে ওয়ানডে স্টাইলে ব্যাট করে। ১০৯ বলে সেঞ্চুরি আসে তার ব্যাটে। তার এই ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে। এর আগে শ্রীলঙ্কায় ১৬৩ রান করেছিলেন শান্ত। অন্যদিকে ১৮০ বলে ৮ বাউন্ডারিতে সেঞ্চুরিটি সাজান সাদমান।
দুই সেঞ্চুরিয়ানই ছিলেন অপরাজিত। দু’জনে মিলে গড়েন ১৯৬ রানের হার না মানা জুটি। ১ উইকেটে ২৮৪ রান করার পর ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৯২ রানের লিড নেয়া বাংলাদেশের মোট লিড দাঁড়ায় ৪৭৬ রানের। জিততে হলে এই রানপাহাড় টপকাতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে। অন্যদিকে প্রায় দেড়দিনে বাংলাদেশকে তুলে নিতে হবে জিম্বাবুয়ের ১০টি উইকেট।
সংবাদচিত্র/ক্রিকেট