সরকারের সিগন্যাল পেলেই নৌযান চলবে। এই বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখা আছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
ঈদের আগে নৌ-পরিহন চলাচলের বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আজ সোমবার (১২ জুলাই) বিকেলে তিনি বলেন, আমরা প্রথম থেকেই সরকারি সিদ্ধান্ত মেনে চলি। সরকারি সিদ্ধান্ত হাতে পেলেই তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেবো।
তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপন যখন হাতে পাবো তখন সেটি বাস্তবায়ন করবো। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের প্রস্তুতি আছে। সরকার যদি চলমান বিধি-নিষেধ শিথিল করে দেয়, তাহলে আমরা নৌযান চলাচল শুরু করবো।
নৌযান চলাচল শুরু করার বিষয়ে গত ৮ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠায়। সেখানে চলমান বিধি-নিষেধের মধ্যে নৌ-পরিবহনে কাজ করা শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে অনতিবিলম্বে নৌযান চলাচলের অনুমোতি চাওয়া হয়।
করোনা’র সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধ শেষ হচ্ছে আগামী বুধবার (১৪ জুলাই)। জানা গেছে, পরদিন বৃহস্পতিবার থেকেই শিথিল হতে পারে বিধি-নিষেধ। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন এবং মার্কেট চালুর ঘোষণাও আসতে পারে।
ঈদুল আযহা উপলক্ষে সীমিত পরিসরে দেশে কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিচ্ছে সরকার। এসব বিষয়ে যে কোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
শ্রমজীবী মানষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে ঈদের আগে বিধি-নিষেধ শিথিল করা হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরাও। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও এক বা দু’দিন।
সংবাদচিত্র/জাতীয়