আগামীকাল শুক্রবার (৩০ জুলাই) থেকে সম্প্রাচারে আসছে নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল ‘নেক্সাস টেলিভিশন’। শুক্রবার সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ’র সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে আসছে নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে আমাদের আনুষ্ঠানিক পথচলা।
আমরা প্রতিদিন তুলে ধরবো দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি, নারীর এগিয়ে চলাসহ নানা বিষয়: রচিত হবে জীবনের বন্ধন।
অতিমারীর নতুন বাস্তবতায় অনাড়ম্বর আয়োজনে শারীরিকভাবে উপস্থিত না হয়েও আপনি আমাদের সঙ্গে একাত্ম থাকবেন- এই প্রত্যাশা।
উল্লেখ্য নেক্সাস টেলিভিশন এস. আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান।
সংবাদচিত্র/মিডিয়া