রবিবার, ৯ নভেম্বর ২০২৫ , ২৪ কার্তিক ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. লাইট বন্ধ করে দেয়, নাচতে বাধ্য করে : পরীমনি

লাইট বন্ধ করে দেয়, নাচতে বাধ্য করে : পরীমনি

রবিবার (১৩ জুন) ফেসবুকে পোস্ট দিয়ে ধর্ষণ এবং হত্যাচেষ্টার শিকার হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চান পরীমণি। এ বিষয়ে জানতে তাঁকে ফোন করা হলে তিনি কেঁদে ফেলেন। কার বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে বলেন, ফোনে বলবেন না। সরাসরি জানাবেন।
এরপর রাত ১০টার দিকে বনানীর বাসায় ডেকে সাংবাদিকদের জানান, ঘটনা চারদিন আগের। রাত ১২টার দিকে জিমি নামে একজন একটি প্রজেক্টের বিষয়ে আলোচনার কথা বলে পরীমণিকে ডেকে নেন। জিমি পারিবারিকভাবে তাঁর পূর্বপরিচিত। এই সময় তাঁর সংগে আরেকটি মেয়েও ছিলেন।

পরী জানান, তাঁদের নিয়ে যাওয়া হয় উত্তরা বোটক্লাবে। সেখানে গিয়ে ভেতরে ঢুকতে অস্বীকার করেন তাঁরা। কিন্তু একরকম জোর করে তাদের ভেতরে নেয়া হয়। সেখানে ঢোকার পর তাঁরা ওয়াশরুমে যান। সেখান থেকে বেরিয়ে মদ্যপ অবস্থায় পাঁচজন লোককে দেখতে পান। তাদের সংগে পরিচয় করিয়ে দেয়া হয়। একজনের নাম বলা হয় নাসির উদ্দিন। তাঁকে পরিচয় করিয়ে দেয়া হয় বোটক্লাবের চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বন্ধু বলে।

পরী অভিযোগ করেন, সেখানে তারা তাঁদের সংগে মদ পান করতে বলেন। কিন্তু মদ পান করতে অস্বীকৃতি জানান তিনি। এক পর্যায়ে কফি পানের কথা বললে তাঁরা রাজি হন। এসময় পরীর সংগে থাকা মেয়েটি কাপে মুখ দিয়ে জানান, সেটি কফি নয়, অন্য কিছু। এটা জেনে পরী তা খেতে অস্বীকৃতি জানান। এসময় তাঁদের মারধর করা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়।

তিনি বলেন, তারা লাইট এবং টেলিভিশন বন্ধ করে দিতে বলে। একজন বলে, মাধুরীর মতো নাচবি এখন। এই বলে তিনি, ‘কাজরারে কাজরারে’ গানের সংগে এক লোক নাচতে শুরু করে। পরী জানান, এক পর্যায়ে বেহুশ হয়ে পড়েন তিনি। এরপর কিছুটা চেতনা ফিরলে তাঁকে ক্লাবের কর্মীরা ধরে গাড়িতে তুলে দেন।

পরী বলেন, চেতনা ফিরলে আমি শুধু দেখছিলাম আমার কাপড় ঠিক আছে কি না। তিনি জানান, ৯৯৯ এ কল দিলে বনানী থানা থেকে পুলিশ যায়। তাঁকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীর দাবি, সেখানে পুলিশ তাঁকে রেখে চলে যাওয়ার সময় তিনি জিজ্ঞাসা করেন, আপনারা আমার বক্তব্য লিখলেন না? তখন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সবকিছু লিখেছি।

যদিও সাংবাদিকদের সামনে পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করেননি পরী। তিনি জানান, ঘটনার পর চলচ্চিত্র শিল্পী সমিতি, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন জায়গায় তিনি গেছেন। কিন্তু কোনো সুরাহা পাননি। ফলে ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চান পরীমণি।

এদিকে পরীমণির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ চক্রবর্তী বাংলাভিশন ডিজিটালকে বলেন, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তাঁকে ধর্ষণ চেষ্টা এবং হত্যার হুমকি দেয়া হয়েছে। কিন্তু কে বা কারা হুমকি দিচ্ছে সে বিষয়ে তিনি কিছুই লিখেননি। আবার আমাদের কাছেও আসেননি। যেহেতু তিনি বনানী এলাকায় থাকেন তাই তিনি তো ওসির সংগেও দেখা করে অভিযোগ করতে পারতেন কিংবা আমার কাছেও আসতে পারতেন অভিযোগ নিয়ে। কিন্তু আসেননি। অভিযোগ নিয়ে না এলে আমরা কি করতে পারি? তবুও বিষয়টি আমরা দেখছি।

সংবাদচিত্র/বিনোদন/আর.কে

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

৯ নভেম্বর, ২০২৫, ৯:৫৬

ব্রাজিলে টর্নেডোর আঘাতে নিহত ৫, আহত চার শতাধিক

৯ নভেম্বর, ২০২৫, ৯:৫২

দেশজুড়ে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি

৯ নভেম্বর, ২০২৫, ৯:৪৬

জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি

৯ নভেম্বর, ২০২৫, ৯:৪২

‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদ বিলুপ্ত, নতুন নাম ‘সিভিল জজ’

৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৮

‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন অভিনেতা মো. এরশাদ হাসান

৯ নভেম্বর, ২০২৫, ৯:২৮

১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন

৯ নভেম্বর, ২০২৫, ৮:১৬

কাকরাইলের সেন্ট মেরি’স চার্চে বোমা হামলা: অবিস্ফোরিত বোমা উদ্ধার

৮ নভেম্বর, ২০২৫, ৭:৪০

৪ দিনের সফরে চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৩

দুই দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৯

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে