করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে আজ। ঠিক এমন পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুর আতঙ্কও ক্রমেই বাড়ছে। আজ অন্যান্য দিনের রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও।
গত ২৪ ঘন্টায় রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৬৮ জন। তাদের মধ্যে ৪৬০ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আটজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ সোমবার (২৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারি পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শুরু থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৩০ জন। এর আগে, জুনে ২৭২ জন এবং মে’তে ৪৩ জনের ডেঙ্গু ধরা পড়েছিলো। চলতি বছর এই আক্রান্তের সংখ্যা এক হাজার ৮০২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তিদের মধ্যে এক হাজার ৩৩১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম।
সংবাদচিত্র/স্বাস্থ্য