রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। অভিযানে ৪৩ লাখ জালটাকাসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (১২ জুলাই) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে ৪৩ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার(ডিসি) মশিউর রহমান।
উপ-কমিশনার জানান, কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস