করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের আজ ষষ্ঠ দিন চলছে। এদিন রাজধানীতে সড়ক পরিবহন আইনে ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা জরিমানা করা হয়েছে এবং গ্রেফতার করা হয় ৪৬৭ জনকে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত বিধি-নিষেধ অমান্য করায় ৪৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সংগে ১,০৮৭টি গাড়ির বিরুদ্ধে ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যৌক্তিক কারণ ছাড়া বের হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা ব্যক্তিকে জরিমানা করা হয়।
সংবাদচিত্র/লকডাউন/আর.কে