করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে রাজধানীতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপি’র সদর দফতরে নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশের ভূমিকা সম্পর্কে রাজধানীবাসীকে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মোহা. শফিকুল ইসলাম বলেন, জরুরি পরিসেবার বাইরে কোনো পরিবহন বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একইসংগে কেউ যদি যৌক্তিক কারণ ছাড়া বের হন তবে গ্রেফতারও করা হবে।
লকডাউন বাস্তবায়নে ডিএমপি যেসব ব্যবস্থা নেবে:
১. ঢাকা মহানগরীর প্রধান সড়ক সমূহ ও অলিগলিতে পুলিশি টহল বৃদ্ধি করা।
২. ঢাকা মহানগরীর প্রবেশ/বাহির পথে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে চেকপোষ্ট ব্যবস্থাপনা জোরদার করা।
৩. বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্সঅনুসারে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৪. ক্ষেত্রে বিশেষে ট্রাফিক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা।
৫. আইন অমান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধি ২৬৯ ধারা অনুসারে গ্রেফতারসহ নিয়মিত মামলা রুজু করা হবে।
৬. মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা।
সংবাদচিত্র/নগর/বাবলু