ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তি পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাকিবকে ৩ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়ায় আজ রোববার (১৩ জুন) ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলতে নামেননি সাকিব। গুঞ্জন রটেছে শিগগরিই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি। তবে নিষেধাজ্ঞা শেষ হতেই বাকি ম্যাচে খেলবেন বলে আশা প্রকাশ করেছে মোহামেডান কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছিল পরিবারের সঙ্গে সময় দিতে ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না মোহামেডান দলপতি। জিম্বাবুয়ের সফরের আগে আবারও দেশে ফিরে আসবেন।
বিষয়টি নিয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাকিবের যাওয়ার বিষয় সামনে আসার পর আমার তার সঙ্গে কথা হয়েছে। গতকাল (শনিবার) তিনি আমাকে জানিয়েছেন এখন এমন সিদ্ধান্ত গ্রহণ করেননি।’
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আরও হাতে এক ম্যাচ থাকছে। তাহলে কি আবারও মোহামেডানের জার্সিতে দেখা যাবে তাকে?
জবাবে ঐতিহ্যবাহী দলটির এই কর্মকর্তা বলেন, ‘এখনও পর্যন্ত এমনটাই হওয়ার কথা। আমরা আশাবাদী সাকিবকে মাঠে পাওয়ার।’
সংবাদচিত্র/খেলা/মাসুদ