এবার মৃত্যুদণ্ড বাতিল করছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন। শুক্রবার (২৩ জুলাই) মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।
প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।
এর মধ্য দিয়ে এই মহাদেশটির ২৩তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের পদক্ষেপ নিয়েছে সিয়েরা লিওন। দেশটিতে সর্বশেষ ১৯৯৮ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এদিকে, সিয়েরা লিওনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এর আগে আফ্রিকার দেশ চাদ ও মালাভি মৃত্যুদণ্ড আইন বাতিল করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের কমপক্ষে ১০৮টি দেশে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত হয়েছে।
সংবাদচিত্র/আন্তর্জাতিক