সারাদেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী চলবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহষ্পতিবার (৮ জুলাই) শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় বৃক্ষরোপন অভিযান-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে বলে জানান সেনাপ্রধান। জাতির পিতার জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে শুরু হওয়া এই কর্মসূচী চলবে মাসব্যাপী।
সংবাদচিত্র/জাতীয়