চীন থেকে কেনা সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোট থেকে পাওয়া ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কয়েকটি ফ্লাইটে চীন এবং যুক্তরাষ্ট্র থেকে মোট ৪৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
এরমধ্যে আজ শনিবার (৩ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের মর্ডানার ভ্যাকসিন পরিবহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৫ লাখ ডোজের মধ্যে প্রায় অর্ধেক ১২ লাখ ৬৭ হাজার ২শ’ ভ্যাকসিন এসে পৌঁছায়। বাকি ভ্যাকসিন এসে পৌঁছায় আরেকটি ফ্লাইটে।
এসব ভ্যাকসিন মহাখালির ইপিআর স্টোরে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। সবমিলিয়ে দুটি ফ্লাইটে মোট ২৫ লাখ ভ্যাকসিন আসলো মডার্নার। বিশ্বস্বাস্থ্য সংস্থার কো-ভ্যাক্স জোট থেকে বাংলাদেশ পেলো এই ভ্যাকসিন৷
এছাড়া গতকাক শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার একটি ফ্লাইটে সরকারি অর্থে চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় অপর একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরও ১০ লাখ করোনার ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছায়।
সংবাদচিত্র/আন্তর্জাতিক ডেস্ক/রেজা