ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণের এই হার প্রায় ২ শতাংশ কম। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৫৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২ হাজার ৫ জনে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একদিনের ব্যবধানে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে গত কয়েক মাস ধরে সংক্রমণ ও মৃত্যু নিয়ে যে পরিমাণ উদ্বেগ দেখা দিয়েছিল তা কিছুটা হলেও কমেছে। গত শুক্রবার দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪ লাখ পার হয়েছে।
দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৭৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
সংবাদচিত্র/ডিএস/এফবি/পিআর