মরণঘাতী করোনা ভাইরাসের নতুন প্রজাতি ডেল্টার প্রকোপের ঝুঁকি এবং করোনা নিয়ন্ত্রণে ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ সোমবার (৫ জুলাই) এক সার্কুলারে এতথ্য জানানো হয়েছে। সার্কুলারের দেওয়া তথ্যমতে দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।
৮ দেশের বিষয়ে বেবিচক জানায়, দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এসব দেশে কেউ যেতেও পারবে না। এছাড়াও যারা গত ১৫ দিনের মধ্যে এই ৮ দেশ ভ্রমণ করেছেন তাদেরও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
সার্কুলার আরও জানায়, দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা (পর্যটক) সেসব দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।
এছাড়াও সার্কুলারে আরও ১২টি দেশের বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ে। বেবিচক জানায়, এই ১২ দেশ থেকে আগত যাত্রীদের যদি করোনার প্রতিরোধকারী টিকার ডোজ সম্পন্ন হয়ে যায় সেক্ষেত্রে তাদের বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তবে এই ১২ দেশ থেকে আগত কেউ যদি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ সম্পন্ন না করে অথবা কারো মধ্যে যদি করোনার লক্ষণ-উপসর্গ দেখা যায় তাহলে তাকে বাংলাদেশে ফিরে সরকার নির্ধারিত সেন্টারে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলা হয়েছে।
সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস