টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা কমিয়ে ২৫ নামিয়ে আনা হয়েছে। এখন থেকে ২৫ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে ২৫ বছর ও তার বেশি বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে গত ১৯ জুলাই টিকা নেয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাথমিক পর্যায়ে টিকা নেয়ার নিবন্ধনের বয়স ৫৫ বছরের বেশি নির্ধারণ করা হয়। এরপর নিবন্ধন কম হওয়ায় বয়সসীমা কমিয়ে ৪০ আনা হয়। সবশেষ টিকার সংকট দূর হওয়ায় চতুর্থ দফায় টিকা নেয়া বয়স ৩০ বছরে করার ঘোষণা দেয় সরকার।
সংবাদচিত্র/জাতীয়