আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
আজ সোমবার (১২ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ঈদুল আযহাকে ঘিরে কয়েক দিনের জন্য সীমিত পরিসরে দোকানপাট এবং শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানি’র ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে কেনা-বেচার বিষয় বিবেচনা করে চলমান কঠোর বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার।
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও চলাচলের সুযোগ দেয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস।
আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।
সংবাদচিত্র/জাতীয়