আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। ট্রেনের টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন-এর বরাতে আজ সোমবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহাকে সামনে রেখে বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। সেজন্যই দেশে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১জুলাই কঠোর বিধি-নিষেধ জারির পর থেকে দেশে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিলো।
সংবাদচিত্র/জাতীয়