আইসিসি ২০২৪-৩১ চক্রে বৈশ্বিক ইভেন্ট আয়োজনের জন্য আগ্রহী দেশগুলোর থেকে প্রস্তাবনা নিয়েছে। ওই চক্রে অনুষ্ঠিত আটটি ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ।
সোমবার (৫ জুলাই) এক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আগ্রহী দেশের তালিকায় অনুমিতভাবেই আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার নাম।
আগ্রহ প্রকাশ করেছে চলতি বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এছাড়া আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে যৌথভাবে ওয়ানডে, টি-২০ বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। তবে চমক হয়ে এসেছে মালেয়েশিয়া ও নামিবিয়া’র নাম।
বিষয়টি নিশ্চিত করে আইসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস বলেন, ‘আগামী চক্রে ছেলেদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে অনেক সদস্য আগ্রহ দেখিয়েছে। এটা ভবিষ্যতে আমাদের স্বাগতিক দেশের সংখ্যা বাড়াবে। ক্রিকেট ঘিরে দর্শকের আগ্রহ বাড়বে।’
আইসিসি’র ২০২৪-৩১ চক্রে ছেলেদের দুটি ৫০ ওভারের বিশ্বকাপ, চারটি টি-২০ বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আসরগুলো আয়োজনের জন্য ১৭ দেশ প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। এবার আইসিসি তাদের থেকে পূর্ণ পরিকল্পনা জানতে চেয়ে প্রস্তাবনা চাইবে।
সংবাদচিত্র/খেলা/আর.কে