১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত চলমান বিধি-নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালু হচ্ছে। ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ যাওয়ায় গত ১ জুলাই থেকে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়। পরে বিধি-নিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।
সংবাদচিত্র/জাতীয়