করোনা ভাইরাসের সংক্রমণ এবং কোভিডে মৃত্যু না কমায় চলমান বিধি-নিষেধ অন্তত সাতদিন বাড়তে পারে। সরকার এমনটি চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। সেই সঙ্গে জানা গেছে, ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিল হতে পারে।
বিশেষজ্ঞরা সংক্রমণ রোধ করার জন্য ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ সরকারকে দিয়েছেন বলে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়। সে অনুযায়ী ঈদকে সামনে রেখে বিধি-নিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
গত ১ জুলাই থেকে সাতদিনের বিধি-নিষেধ শুরু হয়। চলমান লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রেখে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব কাজ করছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার। তারপরও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে।
সংবাদচিত্র/জাতীয়/বাবলু