নানা অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামীকাল ২৯ জুলাই ঢাকা আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর তার তিনদিনের কোয়ারেন্টাইন পর্ব পালন করবেন। এ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
সূচি অনুযায়ি আগামী ৩ আগস্ট পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। পরের দিন দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। ৫ আগস্ট বিশ্রাম।
৬ ও ৭ আগস্ট তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টি। আবারও একদিনের বিরতির পর ৯ আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সংবাদচিত্র/ক্রিকেট